পবিত্র শবে-বরাতে আল্লাহ যেন করোনামুক্ত বাংলাদেশ দেয়- প্রধানমন্ত্রী

সারা দেশ করোনা ভাইরাসের কারণে লক ডাউন ঘোষণা করা হয়েছে। বেড়েই চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শবে-বরাতের নামাজ ঘরে আদায় করতে। সৌদি আরবের মক্কা-মদীনাতেও অধিক মুসুল্লি জমায়েতে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, আল্লাহ সুবহান আল্লাহ তাঁয়ালাকে ডাকলে যে কোনো জায়গা থেকেই ডাকা যায়। তিনি বলেন, সকলে শবে-বরাতে দোয়া করবেন, আমরা যেনো করোনা ভাইরাস থেকে রক্ষা পাই। মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্স এমনটি জানান তিনি।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস একটি ছোয়াচে রোগ, তাই গেদারিং করার কোনো প্রয়োজন নেই। ঘরে বসে ইবাদত বন্দেগী করুন, আল্লাহ সুবহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করুন এবং আল্লাহর গুজুর করুন।

তিন আরো বলেন, পবিত্র শবে-বরাতের রাতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ যেন আমাদেরকে কোরনা ভাইরাসে থেকে রক্ষা করেন, এর থেকে মুক্তি দান করেন।

Scroll to Top