Its goal to provide The Highest Service of The People In Our Country. It has Providing Their Service with huge number of employees. In Bangladesh, Maximum people want to work in government sector. It’s an attractive job circular. They are encouraging both fresh and experienced energetic individuals to join Their dynamic team. They nurture employees with proper guidance and training so that they are equipped to perform the assigned responsibility.
Family Planning Centre Job Circular 2022
পদের নাম : শাখা ব্যবস্থাপক
খালি পদ : ১২০ জন।
শিক্ষাগত যোগ্যতা : বিএ/সমমান, নিজ উপজেলার কর্মকর্তাদের তদারকি প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হবে।
বেতন স্কেল : ২৯,৮০০ টাকা।
পদের নাম : পরিবার পরিকল্পনা পরিদর্শক
খালি পদ : ১৪০ জন।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান, প্রতিবন্ধীর পুর্নবাসন ও কমিউনিটি ক্লিনিক পরিচালনা করতে হবে।
বেতন স্কেল : ২৮,৫০০ টাকা।
পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন
পদের নাম : ইউনিয়ন অর্গানাইজার
খালি পদ : ১৭০ জন।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান, নিজ ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক পরিচালনার মানসিকতা থাকতে হবে।
বেতন স্কেল : ২৫,৫০০ টাকা।
পদের নাম : অফিস সহকারী
খালি পদ : ১১০ জন।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/এসএসসি, ইউনিয়ন অফিসের সকল কাজ পরিচালনা করতে হবে।
বেতন স্কেল : ২২,৫০০ টাকা।
পদের নাম : সেবক/সেবিকা
খালি পদ : ২১০ জন।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/অষ্টম শ্রেণি, ওয়ার্ড ভিত্তিক প্রকল্পের কাজ মনিটরিং করতে হবে।
বেতন স্কেল : ১৯,৫০০ টাকা।
নিয়মাবলীঃ
১) আগ্রহী প্রার্থীদের পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, জীবনবৃত্তাত্ত্বের সাথে ছবি ও মোবাইল নাম্বার সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে শুধুমাত্র নিম্নে উল্লেখিত ই-মেইলে দরখা পাঠাতে হবে। ২) বিনা খরচে আবাসন, বছরে ২টি উৎসব ভাতা, লেপটপ, মোটর সাইকেল ও মোবাইল প্রদান করা হবে।
উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ছাত্র/ছাত্রীদের পার্টটাইম/ফুলটাইম কাজ করার সুযোগ দেওয়া হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ৭ দিন ব্যাপী আবাসিক/অনাবাসিক প্রশিক্ষণের ক্ষেত্রে যাত্রীদের যাতায়াত ভাতা ও এ/ডিএ প্রদান করা হবে।
পরিবার পরিকল্পনা কেন্দ্র এর মাধ্যমে দেশব্যাপী উপজেলা/ ইউনিয়ন/ ওয়ার্ড পর্যায়ে সকল প্রকার স্বাস্থ্য সেবা পুষ্টি, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটিতে কাজ করতে আগ্রহী পুরুষ/ মহিলাদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আগ্রহী প্রার্থী এক কপি পিপি সাইজ ছবি মোবাইল নম্বর ও পদের নাম এবং জীবন বৃত্তান্ত সহ আগামী ১২/০১/২০২২ তারিখে মধ্যে দরখাস্ত শুধুমাত্র বিজ্ঞপ্তিতে দেয়া ই-মেইলে পাঠাতে হবে এবং কর্মস্থল ও প্রশিক্ষণ নিজ উপজেলার মধ্যে রাখা হবে। সকল কর্মকর্তাদের দূর্ঘটনাজনিত স্বাস্থ্য বীমা চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রদান করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ