আফ্রিদীকে ভাই সম্বোধন করে সুস্হতার জন্য সকলের কাছে দোয়া চাইলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভা’বের শুরু থেকেই কাজ করে আসছেন শহীদ আফ্রিদি। বিভিন্নভাবে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার ও তার ফাউন্ডেশন। এবার নিজেই এই ভাইরাসে আক্রা’ন্ত হলেন আফ্রিদি।
null

null

পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন

null


শনিবার এক টুইট বার্তায় কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। খবরটি জানিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি খেলা আফ্রিদি।null

null

null

টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকে আমি অসুস্থ বোধ করছি। আমার শরীর খারাপভাবে ব্যথা করছিল। আমি পরীক্ষা করিয়েছি এবং দুর্ভা’গ্যক্রমে আমি কোভিড-১৯ পজিটিভ। দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন, ইনশা আল্লাহ।’
null

null

null


আফ্রিদির করোনাভাইরাস পজেটিভ হওয়ার খবরে অনেকেই সুস্থতা কামনা করে রিটু্ইট করেছেন। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম আফ্রিদির সাথে ছবি সম্বলিত এক টুইট বার্তায় লিখেছেন, ‘ ভাই আপনার এই সংবাদ দেখে সত্যিই হৃদয়ে কষ্ট অনুভব করছিnull

null

null

… আল্লাহ আপনাকে শিফাহ দান করুন … দয়া করে আমার ভাইয়ের জন্য দোয়া করুন … তাকে কোভিড -১৯ পজিটিভ হিসাবে পাওয়া গেছে..ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন ।’
null

null

null


পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক বলেন, ‘আমার দোয়া ও শুভকামনা রইল শহীদ আফ্রিদির জন্য। আশা করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিবেন। বেলুচিস্তান ও নর্দার্ন অঞ্চলে সে অনেক চ্যারিটি করেছে। এই পরিস্থিতিতে পুরোটা সময় সে গরীবদের সাহায্য করেছে, দারুণ কাজ করেছে।’

Check Also

NTRCA Circular 2021 | www.ntrca.gov.bd

Today 30 March 2021 NTRCA published a public notice for the recruitment of Teachers. The …