DARAJ JOB CIRCULAR-2020 1500 kormi niyog by Daraz

১১.১১ কে সামনে রেখে ১৫০০ কর্মী নিয়োগ দারাজে

আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz. com. bd) তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইন। আর এ উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৫০০ জন কর্মী নিয়োগ দিয়েছে। আসন্ন ক্যাম্পেইনটিতে ক্রেতা বা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেই দারাজের এই উদ্যোগ।

ইলেভেন ইলেভেন (১১.১১) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট, যা অ্যামাজন প্রাইম ডে-এর তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়।

সারা দেশে দারাজ (daraz.com.bd) ৮০০ এর অধিক ফিল্ড ফোর্স, ৪৫০ এর অধিক ব্যাক অফিস স্টাফ, ১৫০ কাস্টমার সার্ভিস এজেন্ট এবং কমার্শিয়াল, মার্কেটিং, অপারেশনস ও পিএসসিসহ বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় ৫০ এরও বেশি ফুলটাইম এক্সিকিউটিভ নিয়োগ করেছে। বিস্তারিত আরও জানতে ভিজিট করতে হবে দারাজ ক্যারিয়ার ফেসবুক পেজ, দারাজ লিঙ্কডইন পেজ ও দারাজের নিজস্ব ক্যারিয়ার পোর্টাল – https://careers.daraz.com/jobs/index.html?country=bd

 

পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন

 

 

 

দারাজ বাংলাদেশ লিমিটেডের (daraz.com.bd) চিফ হিউম্যান রিসোর্স অফিসার কাজী মোহাম্মাদ জাফর সাদেক বলেন, ১১. ১১ কেবল মাত্র বছরের সবচেয়ে বড় ক্যাম্পেইন নয়, সম্ভাব্য চাকরিপ্রার্থীদের ই-কমার্স ক্ষেত্রে যোগদানের বিশাল সুযোগও বটে। দারাজ তাদের সেরা প্রতিভাবান দল নিয়ে আবার ই-কমার্স ইতিহাস তৈরির করতে প্রস্তুত। বিজ্ঞপ্তি

Online Apply

Check Also

Office Assistant Job Circular Apply Procedure 2022

Most of the job seeker find Office of the Office Assistant jobs circular in Google. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *