Job without experience in Abul Khair, salary 26000

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়েরে চাকরি, বেতন ২৬০০০

 

আবুল খায়ের গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এএমও পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- আবুল খায়ের গ্রুপ

 

পদের নাম- এ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)

পদের সংখ্যা- নির্ধারিত না

পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করেএখনই আবেদন করুন

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে

আবেদন যোগ্যতা

১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পাস।

২। বয়সসীমা ২৪-৩২ বছর।

৩। চটপটে ও উপস্থাপনার দক্ষতা থাকতে হবে।

৪। মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

৫। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

আবেদনের শেষ তারিখ

৯ অক্টোবর, ২০২১

বেতন ও সুযোগ সুবিধা

১। বেতন ২২০০০-২৬০০০ টাকা

২। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।

 

Check Also

Office Assistant Job Circular Apply Procedure 2022

Most of the job seeker find Office of the Office Assistant jobs circular in Google. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *