#অনার্স_চতুর্থ..বর্ষের ১ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত
![](https://scontent.fjsr1-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p280x280/122198423_682096412704347_4074224205064449969_n.png?_nc_cat=103&ccb=2&_nc_sid=ae9488&_nc_eui2=AeHRPbEANF1cClYkcSDxpE2gUmf4rKQ4yYpSZ_ispDjJij_sv2Iwxlnsu9rOTxdlCuwdxD0b2XznyDWK6YJsvHKt&_nc_ohc=VVQcQzT59RkAX-B2aPg&_nc_ht=scontent.fjsr1-1.fna&oh=fc97eee527938e6da31a393caeb41adc&oe=5FCF23D8)
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) ১ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) ১ ফেব্রুয়ারির (শনিবার) পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষা ২ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১টায় অনুষ্ঠিত হবে।
ফয়জুল করিম আরও জানান, অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। তিনি জানান, সিটি করপোরেশনের নির্বাচনের কারণে এ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে